যদিও দুটিই মানসিক সমস্যা, তবে দুটি সম্পূর্ন আলাদা রোগ। এই দুটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
Bipolar disorder টা মূলত ডিপ্রেসন থেকে আসে, অনেক সময় এটিকে mania ও বলা হয়। এতে রোগী আত্মহত্যা করতে চায়, বা করে ও। প্রায় ৬% রোগী আত্মহত্যা করে, ৩০-৪০% হাত কাটে বা নিজের কোনো ক্ষতি করে।
অন্যদিকে Borderline Personality Disorder হয় মূলত long term unstable relationship এ থাকলে, বা strong emotional breakdown হলে।
এটাকে অনেক সময় emotionally unstable personality disorder (EUPD) ও বলা হয়। এটাতে আত্মহত্যার হার তুলনামূকভাবে বেশি, প্রায় ১০%।