Analytical personality বা বিশ্লেষণাত্মক ব্যক্তিত্ব হলো ব্যাক্তিত্বের একটা ধরণ। যারা এই ব্যক্তিত্ব বহন করে তারা সাধারণত খুব সিরিয়াস মন মানসিকতার হয়ে থাকে। তাদের চিন্তাভাবনা অনেক গভীর ও উচ্চতর লেভেলের হয়ে থাকে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে তারা তাদের উচ্চ মাত্রার লাইফস্টাইল বজায় রাখে। তারা সব কাজ ঠিক সময়ে নিখুঁতভাবে করতে পছন্দ করে। তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালবাসে। এনালিটিক্যাল পার্সোনালিটি বহন করা একজন মানুষ সুশৃঙ্খল হলেও কিছু ক্ষেত্রে তাদের এই ব্যক্তিত্ব সমস্যার সৃষ্টি করে। তারা গম্ভীর ও জটিল ধরণের হয়ে থাকে, কোনো জিনিস নিয়ে তারা অতিরিক্ত চিন্তা করে। তাদের নিখুঁত হওয়ার গুণটাকে অনেকেই তাচ্ছিল্য বা মজা করলে তারা সেটাতে আরো বেশি বিরক্ত হয়। অন্য সব সাধারণ মানুষ থেকে এরা অনেক বেশিই সেন্সিটিভ হয়ে থাকে।