প্রক্সিমিটি সেন্সর হলো এমন একটি সেন্সর যা কোনও শারীরিক যোগাযোগ ছাড়াই নিকটবর্তী বস্তুর উপস্থিতি সনাক্ত করতে সক্ষম। একটি প্রক্সিমিটি সেন্সর প্রায়শই একটি তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র বা বৈদ্যুতিন চৌম্বকীয় বিকিরণের মরীচি বের করে এবং ক্ষেত্রের পরিবর্তন বা প্রত্যাবর্তনের সংকেত সন্ধান করে।
প্রক্সিমিটি সেন্সর নির্দিষ্ট দূরত্বে কোন বস্তুু থাকলে বা না থাকলে সুইচ অন বা অফ করার কাজটি করে থাকে।
প্রক্সিমিটি সেন্সর ইলেকট্রমেগনেকিক বীম (যেমন-ইনফ্রারেড) বা ইলেক্ট্রমেগনেটিক ফিল্ড প্রেরণ করে এবং এটি ফেরত আসার সিগনালের মাধ্যমে বস্তুর অবস্থান বুঝতে পারে।
প্রক্সিমিটি সেন্সর (Proximity sensor) মূলত ব্যবহার করা হয় কোন বস্তুর উপস্থিতি বোঝাতে বা কতটা কাছে তা বোঝাতে। সাধারনভাবে এই ধরনের সেন্সর একটি তড়িৎচুম্বকীয় ক্ষেত্র তৈরী করে বা তড়িৎচুম্বকীয় বিকিরণ নিঃসরণ করে এবং তার পরিবর্তন থেকে বস্তু কতটা কাছে, দূরে বা এর প্রকৃতি কি তা নির্ধারণ করে।