আয়নাতে উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হয়।যে আয়নাতে যে চেহারা / মুখ দেখছেন সে দর্পণ যদি উত্তল কিংবা অবতল হয় সেক্ষেত্রে হয়তো কিছুটা পার্থক্য থাকে । এটা হয় বিভিন্ন দর্পণে বিভিন্ন প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কারনে। আয়নায় সব কিছু বিপরীত দেখায়।মানে নিজের চেহারার উল্টোটাই আয়না দেখাতে পারে।যেমন:যদি কোন লেখা কাগজ আয়নার সামনে রাখা হয় , তাহলে লেখা উল্টো দেখায়।তাই প্রকৃতপক্ষে আয়না সঠিক আকৃতি দেখায় না।