সাইকেল চালানোর সময় দেহে প্রচুর বাতাস লাগে।এতে আমাদের ঠান্ডা লাগে। বায়ুপ্রবাহ বেশি থাকায় দেহের ঘামের বাষ্পীভবনের প্রক্রিয়া দ্রুত ঘটে।আমাদের দেহের ঘাম দ্রুত বাষ্পীভূত হবার সময় দ্রুত দেহ থেকে সুপ্ততাপ নিতে থাকে।ফলে দেহের তাপমাত্রা কমে যায়।
আবার যখন সাইকেল চালানো থামাই তখন বায়ুপ্রবাহ কমে যায়।তখন আমাদের দেহে সেই তাপমাত্রা আশেপাশের বাতাসের তুলনায়বেশ কম। তাই তখন গরম অনুভূত হয়।