ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়- এ তথ্য আমাদের প্রায় সবারই হয়তো জানা। কিন্তু অন্য সব প্রাণী যেখান বসে বা শুয়ে ঘুমায়, ঘোড়া কেন বা কীভাবে দাঁড়িয়ে ঘুমায়- সেকথা কি কখনো জানতে ইচ্ছে হয়েছে?
ঘোড়া মূলত আত্মরক্ষার জন্য দাঁড়িয়ে ঘুমায়।
কথাটা শুনে অবাক হচ্ছো? অবাক হওয়ার কিছু নেই।
ঘোড়ার শরীর খুব ভারী।
পিঠ একদম সোজা। তাই একবার বসলে অন্য প্রাণীর তুলনায় তাদের উঠতে অনেকটা বেশি সময় লাগে।
তাই বসা অবস্থায় যদি হঠাৎ কেউ এসে আক্রমণ করে, তাহলে দাঁড়াতেই অনেকটা সময় লেগে যায় ওদের, দৌড়াতেও অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে আক্রমণকারী ঘোড়াটাকে আক্রমণ করে বসতে পারে।
সেজন্যই ঘোড়ারা দাঁড়িয়ে ঘুমায়।
ঘোড়া যখন ঘুমায় তখন তার শরীরে বিশেষ করে পায়ে এক বিশেষ ভুমিকা লক্ষ্য করা যায়।
ঘোড়া যখন ঘুমায় তখন তার শরীরের পুরো ভার বহন করতে দেখা যায় সামনের দুইটা পা এবং পিছনের একটা পা কে।পিছনের পাটি গোড়ালি উপর ভর দিয়ে আরামদায়ক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।ঘোড়ার সামনে পা যখন ঘোড়াকে ঘুমন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে সাহায্য করে তখন এই অবস্থাকে stay apparatus বলা হয়।আর পিছনে পা টি যখন এই কাজ করে তখন এই অবস্থাকে বলে check aparatus।
পায়ের বিশেষ ক্ষমতা থাকায় ঘুমানোর সময় হাঁটু শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারে ঘোড়া, যে কারণে ঘুমন্ত অবস্থায় তারা পড়ে যায় না।
ঘোড়া কিন্তু কোনো রকম ক্লান্তি ছাড়াই অনেক লম্বা সময় দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারে। তাই অনায়াসেই দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়তে পারে তারা।
তবে ঘোড়া অধিকাংশ সময় দাঁড়িয়ে ঘুমায় মানে কিন্তু এই না যে তারা বসে ঘুমাতে পারে না বা ঘুমায় না। মাঝেমধ্যে পায়ের বিশ্রামের জন্য বসে বসেও ঘুমায়।