মানুষ এমন ভাবে উরাল দেবে যেভাবে একটা পিস্তল থেকে বুলেট বের হলে যেই স্পিডে বের হয় ঠিক সেই ভাবে। মানুষ একেবারে কিছুক্ষনের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারন হঠাৎ করে আপনি যদি ১২০০ ফিট প্রতি সেকেন্টে ছিটকে গিয়ে উরতে শুরু করেন তবে আপনার শরিরে প্রতিটি হার থেকে মাংস এবং শিরা উপশিরা আলাদা হয়ে যাবে এবং রক্ত গুলো নিচে পরে না গিয়ে বাতাসে ভাসতে থাকবে। এর কারন হচ্ছে বাতাসের সাথে আপনার শরিরে যে ঘর্ষন হবে এই মারাত্মক স্পিডে তা সহ্য করার মতন ক্ষমতা আপনার শরিরের মোটেই নেই। মারাত্মক বিষয় তাইনা।
এক কথায় বললে, জীবদ্দশায় কিয়ামত দেখতে পাবেন। ব্যাপারটা আসলে ঐ একই। পৃথিবীর ঘুর্ণন কোণ এবং ঘুর্ণন বেগের তারতম্যে পুরো সিস্টেম ওলটপালট হয়ে যাবে। পৃথিবীর গতি জড়তার দরুন এর অন্ত-কোরের উপাদানের পরিবর্তন ঘটতে পারে। ভূত্বক এর কাঠামোর গঠনে পরিবর্তন আসবে। টেকটোনিক প্লেট ওলটপালট হয়ে যাবে, ভয়াবহ মাত্রার ভূমিকম্প ও সুনামির ফলে পৃথিবীর জীবন ব্যবস্থার বিপর্যয় ঘটবে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার ঘটতে পারে- বায়ুমণ্ডলের ধ্বস।
-Yasin Ahmed