যাইহোক অনেকগুলো কারণ রয়েছে তারমধ্যে তিনটা বলবো, বলার আগেই বলে নিচ্ছি গুগল প্রথম থেকেই খুব " Savage " প্রকৃতির কোম্পানি, গুগল নামটাও ভুল দিয়ে শুরু, হওয়ার কথা ছিল "
"Googol", সেটা না শুধরেই পৃথিবীর সেরা কোম্পানি গুগল । তো লোগোর বিষয়ে আসি -
১. লোগোর ডিজাইনার রুথ কেদার জানিয়েছেন তারা লোগো ডিজাইনের তথাকথিত প্রথা অর্থাৎ মৌলিক রং ( RGB- Red,Green,Blue) ব্যবহার লঙ্গন করে হলুদ রং ও ব্যবহার করে এটা বুঝিয়েছেন যে গুগল সবসময় নিয়মমাফিক চলেন না, তারাও রুল ব্রেক করেন।
২. দুইনম্বর টা আরও মজার, লেগো (LEGO) গেইম অথবা বিভিন্ন শেইপের প্লাস্টিক দিয়ে বাচ্চাদের দালানকোঠা বানানোর পদ্ধতিকে একপ্রকার লেগো বলা যায়, গুগলের প্রথম সার্ভারটি রাখা হয়েছিল এই লেগো দ্বারা তৈরি একটি বাক্সে (কমেন্ট বক্সে পিকচার দিয়েছি) যেটির রঙ ছিল লাল,হলুদ,নীল ও সবুজ যেটি তার লোগোর সাথে মিলে যায়।
৩. তিন নম্বরটি ভয়ংকর ও বটে, তারা নাকি এটা মজা করে বানিয়েছিলো এবং এটা ভেবে যে গুগল কখনই এতো বড় কোম্পানি হবে না।
পরিশেষে গুগলে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে রঙ ও ডুডলের ব্যবহার লক্ষণীয় কিন্তু দিনশেষে প্রধান এই লোগোতেই বাবারা ফিরে আসেন এবং আসবেন
ধন্যবাদ সবাইকে, শেয়ার করতে পারেন।
www.sciencebee.com.bd
Written By-https://mobinsikder.xyz/