গুগুল বা জিক্যাম কেন ব্যবহার করবেন, কারণ তা ফোনের ক্যামেরা থেকে ভাল ছবি আসে? এজন্য৷ তবে ফোন ক্যামেরা ভাল হলে জিক্যাম ব্যবহার না করাই ভাল৷
এর কুফল বলার আগে একটু ইতিহাস গেয়ে নেই!
গুগুল ক্যামেরা বা জিক্যাম! গুগুল যখন তাদের এত দামি দামি ফোনে অনেক কম ম্যাগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছিল তখন গ্যাজেট মহলে গুঞ্জন উঠেছিল, অন্য সবাই যখন এর থেকেও কম দামি ফোনে এত হাই রেজুলেশন ক্যামেরা ব্যবহার করছে তাহলে গুগুল কেন করছে না? কিন্তু গুগুল সেখানে করে দিল একটা বাজিমাত! তারা ফোনের অপারেটিং সিস্টেমকে এরকম ভাবে সেটআপ করে প্রোগ্রামিং করল যার ফলে দিনকে পর্যন্ত রাত বানিয়ে দেয়া যায় ক্যামেরায়! অস্বাভাবিক লাগলেও সত্যি৷ এর ফলে রাতের আলো ছাড়াও ধবধবে পরিষ্কার ছবি আসত৷ ফলে পিক্সেলের তো দাম উপরে উঠে গেল৷ কিন্তু এই এপটি প্লেস্টোরে পাওয়া গেলেও গুগুলের ফোন ছাড়া অন্য কোনো ফোনে সাপোর্ট করে না৷ । কিন্তু কিছু কিছু মানুষ সেগুলোর কনফিগারেশন ফাইল গুলোকে ডিভাইসের প্রসেসরের ক্ষমতা অনুযায়ী কোডিং পরিবর্তন করে জিক্যাম সব ফোনের জন্য বের করে ফেলে৷ যেগুলো ব্যবহারে যেকোনো মোবাইল ক্যামেরাকে পাঙ্কা বানানো যায়! তবে এগুলোর কিছু সমস্যাও আছে!
সমস্যাগুলো হলঃ
১) যেহেতু প্লেস্টোরে পাওয়া যায় না, তাই বিশ্বস্ত হওয়ার সূযোগ কম৷
২)এগুলোর কনফিগার যেহেতু বিশ্বস্ত নয় তাই এতে এমন কিছু থাকতে পারে যা আপনাকে সর্বদা নজর রাখছে, যেমন ধরুন ফোনে ব্যাংকিং লেনদেন করলে সব তথ্য সে হাতিয়ে নেয়ার ক্ষমতা রাখে৷ এছাড়াও আপনার ফোনকে নিয়ন্ত্রণের ক্ষমতাও সে কনফিগারেশন ফাইলের ভিতর ডুকিয়ে দিতে পারে৷
৩)এগুলোর মাধ্যমে ফোনে ভাইরাস আক্রান্ত অতি সাধারণ ব্যাপার৷
৪) নির্দিষ্ট ফোনের অপারেটর কোম্পানি কিছু নির্দিষ্ট বিষয়বস্তু লক করে রাখে বা সংরক্ষণ করে রাখে যদিও সবারই অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড। তাই এক ফোনের জিক্যাম অন্য ফোনে ব্যবহার করলে ফোন গরম হওয়া সহ ফোনের অভ্যন্তরীণ সমস্যা দেখা দিতে পারে৷
৫) প্রসেসরের ক্ষমতানুযায়ী ইনস্টল না করলে ফোন হ্যাঙ মারতে পারে৷
৬) কনফিগারেশন সেটআপ একটু জটিল৷ সঠিকভাবে লাগাতে না পারলে কাজ করে না!
৭) কনফিগারেশন উল্টাপাল্টা ব্যবহার করলে ফোনের ল্যামেরার ল্যান্সের ক্ষতি হতে পারে! (পরীক্ষীত নয়)
তবে অনেকগুলো জিক্যাম প্রভাইডার সাইট আছে যারা ভাল জিক্যাম দিয়ে থাকল, বিশ্বস্থ৷ আর জিক্যাম যেহেতু ফোনের ছবির কোয়ালিটি বাড়ায় তাই এটা ব্যবহার করা ভুল না৷ তবে লক্ষ্য রাখতে হবে সোর্সটা কি? । আশা করি উত্তরটা পেয়েছেন৷
- জান্নাতুল ফেরদৌস