কাশি কেন হয়
কাশি নানা রকম কারণে হয়ে থাকে।
ক. সবচেয়ে বড় কারণ হল সর্দি হলে বা ঠাণ্ডা লাগলে। আমাদের অনেক সময়ে গলা ফুলে যায় এই ক্ষেত্রে কাশি হলে। আর ভাইরাসের কারণে শ্বাসনালী ফুলে গিয়ে এই কাশি অনেক দিন থাকতে পারে।
খ. আপনার যদি কোনও জিনিসে অ্যালার্জি থাকে আর যদি অ্যাজমার ধাত থাকে তাহলেও কিন্তু খুব কাশি হয়। মূলত বাইরের ধুলো থেকে যে অ্যালার্জি হয়, যাকে ডাস্ট অ্যালার্জি বলে, তার থেকে সবচেয়ে বেশি কাশি হয়।
গ. আমাদের কোনও কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হলে আমরা নাকে স্প্রে ব্যবহার করি। অনেক সময়ে এগুলো ডাক্তারের সঙ্গে পরামর্শ না করেই ব্যবহার করা হয়। আর দিনের পর দিন ধরে এগুলো ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনার কাশি হওয়া স্বাভাবিক।
ঘ. ব্যাকটেরিয়ার সংক্রমণও একটা বড় কারণ কাশির। ব্যাকটেরিয়ার কারণে সাইনাস ইনফেকশন, ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হয়। তখন কিন্তু কাশি হয় আর তা অনেক দিন থাকে। এর সঙ্গে কিন্তু প্রবল জ্বর আসতে পারে।
ঙ. যক্ষ্মা, যাকে ডাক্তারি ভাষায় বলে টিউবারকিউলোসিস, তার জন্যও কিন্তু কাশি হতে পারে। আর এই কাশির সঙ্গে রক্তপাত হওয়া খুবই সাধারণ ঘটনা। তাই কাশিকে অবহেলা করবেন না।