গ্লুকোমা চোখের এমন এক সমস্যা যার কারণে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। যাদের গ্লুকোমা আছে তারা ধীরে ধীরে অথবা কোনো লক্ষণ ছাড়াই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। নানা কারণে গ্লুকোমা হতে পারে। যেমন-
> বছর ৪০ বছরের ওপরে হলে
> যাদের পরিবারে গ্লুকোমার ইতিহাস আছে
> অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে
> উচ্চ রক্তচাপ, হৃদরোগ, রক্তশূন্যতা থাকলে
> দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করলে
> চোখের আঘাত, প্রদাহ থাকলে
> চোখের প্রেসার বেশি থাকলে