অনেকের ক্ষেত্রেই দেখা যায় বেশি করে মিষ্টি জাতীয় জিনিস খেলে বমি বমি ভাব হয়, মাথা ঝিম ঝিম করে। এর পিছনে অন্যতম কারন হলো বেশি মিষ্টি খেলে দেহের ব্লাড সুগারের মাত্রা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তবে বমি বমি ভাব যদি বেশ কিছুক্ষণ পর হয় তবে বুঝা যাবে হঠাৎ করে ব্লাড সুগারের মাত্রা কমে গিয়েছে এবং আমাদের দেহ তৎক্ষনাৎ ইনসুলিন নিঃসরণ এর মাধ্যমে ব্লাড সুগার এর সাথে বিক্রিয়া করে। এছাড়াও, অতিরিক্ত মিষ্টি পানীয় দেহের পরিপাকতন্ত্রে ও বিভিন্ন অন্ত্রে প্রভাব ফেলতে পারে এবং এটি বেশি পরিমাণে অসমোটিক প্রেসার তথা অভিস্রবণ চাপের সৃষ্টি করে। ফলে খাবার দ্রুত পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে প্রেরিত হয়। এই সময়ে আবার ভেগাস স্নায়ুর উদ্দীপনা ঘটে। মূলত উক্ত কারনবশত, অধিক মিষ্টি খেলে বমি আসে।