রিয়েল লাইফ উদাহরণ দিলে সব চাইতে সোজা হয় বিষয়টা বুঝার জন্য। আমরা জানি পানি 100 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ফুটতে শুরু করে। এখন একটা চুলায় আমরা দুটি পানির পাত্র নেই।
একটা পাত্রে পানি কম অন্য পাত্রে পানি অনেক বেশী। আমি একটা নির্দিষ্ট সময় তাপ দিলাম। তারপর খেয়াল করবো এক পাত্রে তাপমাত্রা কম আর অন্য তাপমাত্রা বেশী।
কারণ টা পানির ভর। মোদ্দা কথা, Q=ms∆theta
ভরের ভিন্নতার কারণে তাপমাত্রা ভিন্ন হয়েছে।