বাংলা আধিক্যসূচক সংখ্যা শব্দের ক্ষেত্রে দেড় ও আড়াই এই দুইটি শব্দ প্রচলিত।এটি প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হয় শুধুমাত্র সময় বলার ক্ষেত্রেই নয়।যেমনঃ দেড় কেজি চাল ইত্যাদি।
হতে পারে সাড়ে 1 টা থেজে দেড় শব্দটা বেশি শ্রুতিমধুর।অনুরূপভাবে আড়াইও সাড়ে 2 টা থেকে ভালো শুনায়।
বাংলা ব্যাকরণের উদ্দেশ্য শ্রুতিমধুর করে তুলা ভাষার ব্যবহার তাই এই এই দুইটা শব্দ এখনো প্রচলিত।