এ সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে কখন আকাশে চাঁদ দেখা যায়। যখন সূর্যের আলো চাঁদের দিকে প্রতিফলিত হয় এবং তা যদি চাঁদের প্রতিফলিত হয়ে পৃথিবীর দিকে আসে তবেই পৃথিবী থেকে চাঁদ দেখতে পাওয়া যায়।
তবে পৃথিবী থেকে কেন কখনো কখনো দিনেরবেলা চাঁদ দেখতে পাওয়া যায়? এর মূল কারণ হলোঃ
পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থান থেকে চাঁদ প্রায় ১২ ঘন্টা যাবৎ দেখা যায়। যদি কোনো কারণে রাতেরবেলা দেরি করে চাঁদ আকাশে উঠে তবে সে ১২ ঘন্টা কভার আপ করার জন্য দিনেরবেলা চাঁদ ও সূর্য একসাথে দেখা যায়। আসলে চাঁদ দিনেরবেলায়ও দেখা যেত কারণ চাঁদ যে পরিমাণ আলো প্রতিফলিত করে তা পৃথিবির আকাশে উজ্জ্বলতা অপেক্ষা বেশি। তবে, যেহেতু পৃথিবী চাঁদের উল্টো দিকে ঘুরে যায় তাই তা দেখা সম্ভব হয় না।