চাঁদের গতিবিধি জানা সত্ত্বেও কেন ইদের চাঁদ দেখা যাবে কিনা এ বিষয় নিয়ে সংশয় থাকে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে জানতে হবে বাংলাদেশে চাঁদ দেখার সিদ্ধান্ত কিভাবে নেয়া হয়! মূলত বাংলাদেশে চাঁদ দেখার সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে একটি কমিটির মাধ্যমে! মূল চাঁদ দেখা কমিটির সাথে একযোগে প্রতিটি জেলায় একটি করে কমিটি কাজ করে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে সেটি স্থানীয় প্রশাসন বা ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্টদের মাধ্যমে জেলা কমিটির কাছে পৌঁছায়। যদি আবহাওয়া অনুকূল না থাকে অর্থাৎ খালি চোখে চাঁদ দেখার সুযোগ না থাকলে আবহাওয়া স্টেশন থেকে পাওয়া তথ্যও চাঁদ দেশের আকাশে উঠেছে কি-না তা নিশ্চিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যদি এক কথায় বলতে হয় তাহলে সেটা হচ্ছে, খালি চোখে চাঁদ দেখা যাওয়ার পরই হিজরি সনের একটি নতুন চান্দ্র মাস শুরু হবে, এটাই ইসলামের বিধান। বহু ধর্মীয় নেতা এখনো পর্যন্ত খালি চোখে চাঁদ দেখা যাওয়ার ওপরই নির্ভর করেন! যেকারণে চাঁদের গতিবিধি জানা স্বত্বেও ইদের চাঁদ দেখা নিয়ে সংশয় থাকে!