Sapiosexual বলতে এমন কাউকে বোঝানো হয় যে, কোন মানুষের বাহ্যিক রুপ বা আবির্ভাবের চেয়ে তার বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক গুনকেই ভালবাসে এবং তাদের কাছে বুদ্ধিবৃত্তিক বা মেধা খাটানো মানুষকেই শুধু ভালো লাগে। ধীকামি বা Sapiosexual কেউ স্বাভাবিক মানুষদের মত দৈহিক প্রেমে আকৃষ্ট হয় না, আর যদি হয়ও তা সীমিত একটা সময়ের জন্য।Demisexual বলতে এমন কিছু মানুষদের বুঝানো হয় যারা শারীরিক প্রেমের প্রতি কখনোই আকৃষ্ট হয় না এবং তারা মানুষের মনের প্রতি প্রেমে পরে। এদের Asexual ও বলা হয়, কিন্তু Demisexual মানুষেরা মানসিকভাবে একই লিঙ্গ বা বিপরীত লিঙ্গের কারো প্রেমে পরতে পারেন। তাদের কাছে মানুষের মন ও মনস্তাত্তিক অবস্থা বেশি গুরুত্ব পায় যেখানে একজন ধীকামি তার সঙ্গির যদি বুদ্ধিবৃত্তিক ক্ষমতা না থাকে তাহলে ওই ব্যক্তির প্রতি সে তার আগ্রহও হারিয়ে ফেলে।