জিনগত বৈচিত্র্যের কারনে এমনটা হয়।
জিনগত বৈচিত্র্য বলতে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত উপাদানে বৈষম্যের মাত্রাকে বোঝায়।
একটি জীব প্রজাতির প্রত্যেক সদস্য জিনগতভাবে অন্য সদস্য থেকে পৃথক।জীবদেহে অবস্থিত জিনগুলোর মধ্যে সীমাহীন সম্মিলনের ফলে জিনগত বৈষম্যের সৃষ্টি হয়।
এ কারনে সকল মানুষ Homo sapiens নামক প্রজাতির সদস্য হলেও দেহের আকৃতি, গায়ের রং ও চুলের রঙে পার্থক্য ঘটে।
ধন্যবাদ।