উত্তর টা ৯ম-১০ম শ্রেণির পদার্থবিজ্ঞান বই থেকেই দেওয়া যায়। নির্দিষ্ট কম্পাঙ্কের কোন বস্তুর কম্পনের ফলে যে শব্দের সৃষ্টি হয় তাকে সুর বলে। আর বাদ্যযন্ত্র মূলত বিভিন্ন ফ্রিকোয়েন্সীর এই শব্দ তরংগ গুলো সৃষ্টি করে আর কিছুই না। একেক বাদ্যযন্ত্রের তরংগ উৎপন্ন করার উপাদান ভিন্ন অর্থাত সোর্স ভিন্ন ফলে ভিন্ন ভিন্ন শব্দ তরংগের সৃষ্টি হয়। এবং এই কিছু নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সী আমাদের মস্তিষ্ক সুর হিসেবে স্থান দেয়।