এর মূল কারণ মূলত ব্লাকবক্সের ঘনত্ব,ভর এবং খরচ বেশি হওয়া। ব্লাক বক্স মূলত টাইটেনিয়াম দিয়ে তৈরি, অপর দিকে প্লেইন এর বডি মূলত ডুরালুমিন দিয়ে তৈরি৷ টাইটেনিয়াম এর ঘনত্ব আর ভর বেশি হওয়ার কারণে এটা দিয়ে প্লেন বানালে সেই প্লেন কোনো দিন আকাশেই উড়তে পারবে না৷ সুতরাং এটা দিয়ে প্লেন বানানোর কোনো মানেই হয়না৷ এছাড়া খরচ অনেক বড় একটা বিষয়।
আর সাথে এটাও যোগ করা উচিত যে ব্লাক বক্স এত শক্তিশালী এবং দুর্ঘটনা ভালোভাবে প্রতিরোধ করলেও এটা যে ধ্বংস হবে না এমনটা না। অনেক সময় প্লেন দূর্ঘটনায় এই ব্লাক বক্স ধ্বংস হয়ে যায়।
@annoy debnath