অক্ষাংশ: ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে পৃথিবীর
কেন্দ্র পর্যন্ত যদি কোনো সরলরেখা টানা যায়,
তাহলে ঐ রেখা নিরক্ষীয় তলের সাথে যে কোণ
তৈরি করবে সে কোণই ঐ স্থানের অক্ষাংশ। সহজ
কথায় নিরক্ষরেখা থেকে উত্তর
বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই
স্থানের অক্ষাংশ বলে।
দ্রাঘিমাংশ: গ্রিনিচের মূল মধ্যরেখা হতে পূর্ব
বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক
দূরত্বকে দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বলে।