টাকাতে যে জলছাপ বা ওয়াটারমার্ক দেওয়া হয় তাতে ফ্লুরোসেন্স ফসফোর ব্যাবহার করা হয়। আর ফ্লোরোসেন্স ফসফোর মুক্ত ইলেক্ট্রন পরিবহন করতে পারে।
তাছাড়া টাকায় মানুষের ঘাম মিশ্রিত থাকে। মানুষের ঘামে আছে NaCl বা লবণ। আমরা জানি, লবণ বিদ্যুৎ পরিবাহী এবং টাকা আদ্র থাকে।
তাই টাকা বিদ্যুৎ পরিবহন করতে পারে।