প্রথমেই দাঁত ফাঁকা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে একটু জানা যাক। সাধারণত জেনেটিক কারণে এটি বেশি হয়ে থাকে। দেখা যায় বাবা মায়ের এ সমস্যা থাকলে তা সন্তানদেরও দাঁত ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। তবে এছাড়াও বেশ কিছু কারণে এটি হয়ে থাকে:
আকারে ছোট দাঁত
স্বাভাবিকের চেয়ে কম দাঁত
বড় আকৃতির চোয়াল
দাঁত পরে যাওয়া বা তুলে ফেলা
চোয়ালের আঘাত
হাড়ের অসুখ
এসব ছাড়াও কিন্তু আরেকটি মজার কারণ রয়েছে। আট থেকে নয় বছর সময়ের দিকে বাচ্চাদের সামনের উপরের দুই দাঁতের মাঝখানে ফাঁকা হয়ে যেতে পারে। একে বলে আগলি ডাকলিং স্টেজ!
অভিভাবকদের এ সমস্যা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। দু-এক বছর পর এটি এমনিতেই ঠিক হয়ে যায়। দাঁতে ফাঁকা থাকলে তা খাওয়া, কথা বলা বা অন্য কোন ফাংশনে কোন সমস্যা করে না। এতে ব্যথা বা মাড়ির রোগও সৃষ্টি করে না। এক্ষেত্রে প্রধান সমস্যা হলো সৌন্দর্যগত। পেসেন্টের কমপ্লেইন হলো দেখতে সুন্দর লাগে না। তাই এর চিকিৎসাও খুব সূক্ষ্ম ও শৈল্পিক।