আমরা জানি যে বংশের বৈশিষ্ট অক্ষন্ন রাখে ক্রোমোজোম এ থাকা DNA। যেহেতু এনাকন্ডার পূর্বপুরুষ রা বড়ো বা তাদেরকে বাবা মা বড়ো তাই এই বৈশিষ্ট এর ডিএনএ ক্রোমোজোমের মাধ্যমে অনাকন্ডার শরীরে যাই। ফলে তারাও তাদের বাবা মা এর মতো একসময় বড়ো ও লম্বা হয়। তাই ক্রোমোজোম কে বংশগতির ভৈতভিত্তি বলা হয়।