পরমাণু তৈরি প্রোটন, নিউট্রন, ইলেকট্রন দিয়ে। এদের মধ্যে শুধুমাত্র ইলেকট্রন মৌলিক। কেননা ইলেকট্রন কোনো কিছু দিয়ে তৈরি নয়। কিন্তু, প্রোটন আর নিউট্রন মৌলিক নয়। প্রোটন আর নিউট্রন তৈরি কোয়ার্কো দিয়ে।
প্রোটন মূলত দুটো আপ কোয়ার্ক (৪/৩) এবং একটি ডাউন কোয়ার্ক (-১/৩) দিয়ে তৈরি। এটের নেট চার্জ হয় +১। এবং এ কারণেই প্রোটন পজিটিভলি চার্জড।
নিউট্রন একটি আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি। এদের নেট চার্জ শুন্য। তাই, এদের চার্জহীন ধরা হয়।
ইলেকট্রন এর ব্যাপারটা জটিল। এটা প্রকৃতির খেলা। ইলেকট্রনকে কোনো পজেটিভ চার্জের সামনে আনা হলে এটি বিকর্ষণ করে এবং কোনো নেগেটিভ চার্জের সামনে নেওয়া হলে আকর্ষণ করে। ইলেকট্রনের এই ধর্মের জন্যই ইলেকট্রন কে মূলত নেগেটিভ চার্জড হিসেবে ধরা হয়।
সোর্সঃ গুগল, বিভিন্ন বই।