পৃথিবীর বায়ুমণ্ডলে বেশ কিছু গ্যাসের উপস্থিতি রয়েছে। প্রধান উপাদান, আয়তন হিসেবে নাইট্রোজেন এর পরিমান ৭৮.০৮%, অক্সিজেন এর পরিমান ২০.৯৫%, এবং গৌণ উপাদান আর্গন এর পরিমান ০.৯৩৪%, কার্বন-ডাই-অক্সাইড এর পরিমান ০.০৩৫%।
এছাড়াও কিছু নিষ্ক্রিয় গ্যাসের উপস্থিতি রয়েছে:
নিয়ন : ০.০০১৮১৮%, ক্রিপটন : ০.০০০১৪%. হিলিয়াম : ০.০০০৫২৪%, জেনন : ০.০০০০০৮৭%।
সুতরাং বায়ুমণ্ডলে জেনন (০.০০০০০৮৭%) এর উপস্থিতি সবচেয়ে কম।
আর মিথেনের ০.০০০০২% যা জেনন থেকে বেশি।