১. একটা ক্লাসে সবচেয়ে বুদ্ধিমান একজন হতেই পারে। ঠিক যেমন সবচেয়ে লম্বা একজন হবে, সবচেয়ে মোটা একজন হবে। এতে আশ্চর্যের কিছু নেই।
২. মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান, কিন্তু তার মানে এই না যে এরা তাদের নিকটাত্মীয়দের চেয়ে খুবই বেশি বুদ্ধিমান। https://www.nytimes.com/2007/04/17/science/17chimp.html
৩. মানুষের ব্রেইন দিন দিন বেড়েই চলছে এমনও না। শিকার যুগের পর থেকে টিকে থাকার জন্য ব্রেইনের সিলেকশন প্রেশার নেই। বুদ্ধিমান, বোকা সবাই বাচ্চা দিতে পারে। বুদ্ধি দিন দিন বাড়ছে এরকম বলা যায় না, কিছু হিসেব মতে কমছে।
https://theconversation.com/iq-tests-are-humans-getting...
এদিকে লাস্ট বরফ যুগের পর থেকে আমাদের শরীর ও ব্রেইন দুয়ের আকারই কমেছে। যদিও তার মানে এই না যে আমরা বোকা হয়েছি, ব্রেইনের একটা বড় অংশ শরীর নিয়ন্ত্রনে যায়।
https://www.scientificamerican.com/.../why-have-our.../
৪. তার পরও মানুষ দিন দিন উন্নত হয়েছে তার কারণ দুইটা অতি গুরুত্বপূর্ণ আবিষ্কার - ভাষা আর লিপি। মানুষের ভাষা প্রাণিদের চেয়ে উন্নত। তারা বাচ্চাদের বলে যেতে পারে এভাবে অস্ত্র বানাতে হয়। এভাবে চাকা বানাতে হয়। লেখার আবিষ্কারের পর অতীতের সব জ্ঞান বিজ্ঞান মানুষ বাচ্চাকাল থেকে হাতে পায়। মানুষ জীবন শুরু করে ১০০ তলা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে। শিম্পাঞ্জি জীবন শুরু করে একতলা থেকে।
সবকিছু শুরু থেকে আবার আবিষ্কার করতে হয় না বলেই মানুষ দিনকে দিন উন্নত হচ্ছে। অন্য প্রাণিরা হচ্ছে না।