হ্যা! হাই কমোডে স্বাস্থ্যঝুকি আছে।এগুলাতে বসে আরাম লাগলেও বসে পায়খানা করলে আমাদের মলাশয় বা রেকটামের anorectal কোণ টা অনেক বাঁকা থাকে তাই শরীরকে বেশি প্রেশার দিতে হয় মল বের করার জন্য।
বিশেষজ্ঞরা বলছেন, হাই কমোডের কারণে বিভিন্ন অন্ত্রের সমস্যা যেমন হেমোরয়েডস, অন্ত্রের প্রদাহ, কোলন ক্যানসার, পেলভিক ক্যানসার ও মলত্যাগে সমস্যার আশঙ্কা বাড়তে পারে। যারা হাই কমোডের বদলে নিচু কমোড ব্যবহার করেন তাদের এসব রোগে আক্রান্ত হওয়ার হার কম দেখা যায়।
দেশি লো কমোড টয়লেটে বসার ভঙ্গিটিকেই স্বাভাবিক বলছেন গবেষকরা। এটি অনেকটা স্কোয়াটের ভঙ্গি। অন্যদিকে হাই কমোডে বসার ভঙ্গিটি মোটেই স্বাভাবিক নয়। এতে টেনশন ও দেহে বাড়তি স্ট্রেচ তৈরি করে।