পাখি এবং স্তন্যপায়ী প্রাণীরা চোখ বন্ধ করে ঘুমায় কারণ এদের মস্তিষ্কে Neocortex নামক পদার্থ আছে যা ঘুমানো এবং দেহের বৈদ্যুতিক ক্রিয়া কলাপের কাজ সম্পন্ন করতে সাহায্য করে।
কিন্তু মাছের নেত্র পল্লব (Eyelid) এবং Neocortex না থাকায় মাছ চোখ খোলা রেখে ঘুমায়। মাছ ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে ও কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করে।তাই, মাছ ঘুমানোর সময় ও ক্রমাগত চারপাশে আস্তে আস্তে সাঁতার কাটে এবং খাদ্য গ্রহণ করে যাতে মাছের দেহে অক্সিজেন সরবরাহ নিয়মিত বজায় থাকে।