ট্যাকনিকালি,বিড়াল হল নিশাচর জীব।অর্থাত এর দিনে বিশ্রাম নেওয়া লাগে শক্তি সঞ্চয়ের জন্য,রাতে শিকারে ব্যবহারের উদ্দেশ্যে। নিশাচর হবার এই স্বভাব বন্য বিড়াল জাতীর জীবের ভেতর থাকলেও, ডোমেস্টিকেটেড বিড়ালের ভেতরেও দেখা যায়।এজন্য দিনের বেশির ভাগ সময় আমরা বিড়ালকে ঘুমাতে দেখি !