ভাষাগত দিক দিয়ে 'ড্রাগ' আর 'মেডিসিন' প্রায় অভিন্ন অর্থেই ব্যবহৃত হলেও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শব্দ দুটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আসলে এদের কাজ
ড্রাগ: কোন ঔষধ বা অন্য কোনো উপাদান, যা খেলে বা অন্য কোনো উপায়ে(শিরায়,মাংশপেশী,ত্বক, পায়ুপথ দিয়ে) শরীরে প্রবেশ করালে যে শারীরবৃত্তীয় পরিবর্তন হয়,তাকেই ড্রাগ বলা হয়।
এই শারীরবৃত্তীয় পরিবর্তন টা ভালো ও হতে পারে আবার খারাপ ও হতে পারে।
উদাহণস্বরূপ : প্যারাসিটামল একটা ড্রাগ যেটা জ্বর কমায়।আবার, হেরোইন ও একটা ড্রাগ যেটা নেশাগ্রস্ত করে।
এদিকে, মেডিসিন : কোনো ঔষধ,যা কোন রোগের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহার করা হয়।
অর্থাৎ, অর্থগতভাবে একই হলেও মানবশরীরে কাজের ধরনের ভিত্তিতে ড্রাগ আর মেডিসিন শব্দ দুটোর মাঝে পার্থক্য বিদ্যমান।
এক কথায়, সকল মেডিসিন ই ড্রাগ, কিন্তু সকল ড্রাগ মেডিসিন নয়।
©Quora