Samsun Nahar Priya-
মানুষ হিসেবে একেক দেশের মানুষের ভাষা ভিন্ন ভিন্ন শুনে থাকি তেমনি কুকুরের ক্ষেত্রেও কিছুটা এমনই বটে। যেমন, আমেরিকান ও ব্রিটিশদের ভাষা ইংলিশ হলেও কিন্তু উচ্চারণ এক নয় তেমনি কুকুরের ক্ষেত্রেও এমন৷ সাইকোলজি টুডে'র এক জার্নালে বলা হয়, বিভিন্ন দেশের কুকুরের ডাক ভিন্ন ভিন্ন শোনা যায় কারন হলো সেসব দেশের সংস্কৃতি ও আচার-আচরণ। মূলত আশেপাশের পরিবেশ ও সংস্কৃতি এর পিছনে দায়ী থাকে তবে তার মানে এই নয় যে কুকুরের ডাকে খুব বেশি ভিন্নতা দেখা দেয়৷ আমাদের কাছে ভিন্ন শোনা গেলেও কুকুররা সেসব ডাক শুনার পর ওদের অভ্যন্তরীণ ভাষা বুঝতে পারে!
তবে পোস্টে দেওয়া ছবিতে ভাষার যেরকম ভিন্নতা দেখানো হয়েছে ; প্রকৃতপক্ষে এতোটাও ভিন্ন হয় না।