Yasin Ahmed -
কুকুরের লেজ, স্বাভাবিক ভাবেই একটু বাঁকা থাকে।
লেজের এই বক্রভাবের কারণ, পরপর গাঁথা কশেরুকায় কুকুরদের লেজ এমনভাবে গঠিত, যে স্বাভাবিক অবস্থাতেই, তা কিঞ্চিৎ বাঁকানো থাকে। কুকুরদের লেজের যে গাঁথুনি, তা রীতিমতো নমনীয়। সে কারণেই স্রেফ পেশি সঞ্চালনের মাধ্যমে, কুকুর লেজ নাড়তে পারে। এই নমনীয়তার কারণেই, কুকুরের লেজ হাত দিয়ে সোজা করে দিলেও, ছেড়ে দেওয়ার পরক্ষণেই, তা ফের বাঁকা হয়ে যায়।
সোজা লেজওয়ালা কুকুর, কখনো কখনো দেখা যায়।
সেটা হয়তো, কুকুরের তাত্ক্ষনিক কোনো প্রতিক্রিয়ার ফলে, অথবা দৈহিক ব্যতিক্রমের কারণে হতে পারে। অথবা হয়তো কুকুরটির লেজটিকে সোজা অবস্থায় আনার জন্য, কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সেটা কুকুরের মালিক, নিশ্চিত করতে পারবেন।
"কুকুরের লেজ ঘি দিয়ে টানলেও সোজা হয় না"
"নেতিবাচক" ভাবে, কোনো "অপরিবর্তনীয় স্বভাব"কে বুঝাতেই, কুকুরের লেজের এই বৈশিষ্ট্যকে, "তুলনার মাধ্যম" হিসাবে, এই উক্তিটি ব্যবহৃত হয়।
এই দীর্ঘ প্রচলিত প্রবাদ বাক্যটির উপযোগ অব্যাহত রাখার জন্যই, কুকুরের লেজকে, বাঁকা থেকে সোজা করার ব্যাপারে হয়তো, সেরকম উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেয়া হয়নি।