আমাদের অনেক সময়ই এমন হয় যে কোন কারণ ছাড়াই মন খারাপ। কোন কারণই খুজে পাচ্ছিনা কেন মন খারাপ। এক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো ফলো করতে পারেন! !
১) অনেকসময়ে কোনও অজানা কারণেই মন খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে অন্য কোনও কাজে নিজেকে নিমজ্জিত করুন। এই কাজ মানে কখনওই কোনও অফিসের কাজ বা গৃহস্থালীর কাজ নয়, এমন কোনও কাজ যা আপনাকে আনন্দ দেবে। তা হতে পারে গান শোনা, ছবি আঁকা, কবিতা বা গল্পের বই পড়া।
২) গান শোনা থেকে মন ভাল করার আর কোনও ভাল উপায় হতে পারে না। আজ বিশ্বের বিভিন্ন জায়গায় মিউজিক থেরাপি একটা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। তাই মন ভাল করতে সঙ্গী করুন গান।
৩) মন খরাপের কারণ যদি না খুঁজে পান তাহলে নিজেকে এইভাবে মোটিভেট করার চেষ্টা করুন যে, এমন কোনও গুরুতর সমস্যা আপনার জীবনে নেই, যা কাটিয়ে ওঠা সম্ভব নয়, দেখবেন, এতেই মন অনেকটা ভাল হয়ে গিয়েছে।
৪) মন খারাপের দিনগুলিতে কখনওই নিজেকে গৃহবন্দী করে রাখবেন না। ঘুরে আসতে পারেন কাছাকাছি কোথাও থেকে। বা প্ল্যান করে ফেলতে পারেন সোলো ট্রিপ-এর।
৫) অনেকের আবার এমনও হয় যে মন খারাপ হলেই খিদে পায়। তাই ডায়েটের কথা ভুলে গিয়ে মন ভাল করতে নিজেই নিজেকে ট্রিট দিন।
৬) তবে মন খারাপ হলে হাত ধরুন আপনার সঙ্গী, কিংবা নিকট কোনও বন্ধুর। এতে একাকীত্ব যেমন দূর হবে তেমনই মন খারাপের দিনগুলি থেকে মুক্তি পাবেন।