যে তরল-তরল মিশ্রণ একটি বিশুদ্ধ পদার্থের ন্যায় তার সংযুক্তি অপরিবর্তিত রেখে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফুটতে থাকে তাকে স্থির ফুটনাঙ্ক মিশ্রণ বা সমস্ফুটন মিশ্রণ বলে। এ অবস্থায় তরল-তরল দ্রবণের এবং এদের বাষ্পের সংযুক্তি একই থাকে। সমস্ফুটন মিশ্রণ দুই ধরনের হতে পারে।