তুষারপাতের প্রক্রিয়াটি আসলে বৃষ্টির প্রক্রিয়াই।এই ক্ষেত্রে ভিন্ন শুধুমাত্র তাপমাত্রার তারতম্য যার ফলে গ্রীষ্মপ্রধান দেশে বৃষ্টি আর শীতপ্রধান দেশে তুষা হিসেবে পতিত হয়।
পানি চক্রের মাধ্যমেই মেঘ জমা হয় তবে তাপমাত্রা খুব কম অর্থাৎ 0°সেন্টিগ্রেড বা এর কম হলে মেঘে থাকা পানিকণাগুলো বরফে পরিণত হয়।বরফ হতে গিয়ে বরফের কুচিগুলো একটা সুন্দর ও নির্দিষ্ট আকার নেয় যাকে বলা হয় স্নো ফ্ল্যাক্স।তুষার মাটিতে পড়েই গলে যায় না।জমা থাকে।