আদর্শ গ্যাস কেনো সম্ভব হয় না তা জানার আগে আপনাকে জানতে হবে, আদর্শ গ্যাসের সমীকরণ কিছু স্বীকার্য রেখে তৈরি করা হয়েছিলো। যেমন, গ্যাসীয় মোলিকিউল গুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। তারপর যে পাত্রে রাখা হয় তার আয়তনের তুলনায় গ্যাসের আয়তন নগন্য।
বাস্তবে গ্যাসের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কাজ করে। তারপর আয়তনও নগন্য নয়। যার কারণে আদর্শ গ্যাসকে গ্রাফে প্লট করলে যেমন রেখা পাওয়া যায়, বাস্তব গ্যাসের ক্ষেত্রে তার থেকে বক্র রেখা পাওয়া যায়। যেটাকে অ্যামাগার বক্র বলা হয়।
মোদ্দা কথা, আদর্শ গ্যাসে কিছু প্রোপার্টিকে ইগনোর করলেও বাস্তব গ্যাসে সেটা সম্ভব হয় না। তবে তাপমাত্রা ও চাপের তারতম্যের কারণে গ্যাস কখনো কখনো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে।