কার্নো ইঞ্জিন রেফ্রিজারেটর এ ব্যবহার করা হয় আর কার্নো ইঞ্জিনের জ্বালানি হলো ❝ আদর্শ গ্যাস ❞। কিন্তু আদর্শ গ্যাসতো কাল্পনিক আর বাস্তবে এর অস্তিত্ব নেই। তাহলে রেফ্রিজারেটর এ যে কার্নো ইঞ্জিন use হয় সেটা চালাতে ”আদর্শ gas " পায় কিভাবে?????????? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
239 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (1,580 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (190 পয়েন্ট)
আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আদর্শ গ্যাসের ধারণাটি প্রকৃতপক্ষে কাল্পনিক, কারণ বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের সব বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে মেনে চলে না। তবে, আদর্শ গ্যাসের তত্ত্বটি আমাদের প্রাথমিক পদার্থবিজ্ঞান ও থার্মোডাইনামিক্সে একটি সহজীকরণের কাজ দেয়।

কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ধারণাটি মূলত তত্ত্বগত এবং এটি প্রাথমিকভাবে গ্যাসের আচরণের একটি সরলীকৃত মডেল হিসেবে ব্যবহৃত হয়। বাস্তবে, যে গ্যাসগুলি কার্নো ইঞ্জিনে ব্যবহার করা হয়, সেগুলি আদর্শ গ্যাসের সকল বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে মেনে চলে না, কিন্তু তাদের আচরণ প্রায়ই আদর্শ গ্যাসের ধারণার সঙ্গে যথেষ্ট সাদৃশ্যপূর্ণ হয়, বিশেষ করে যখন গ্যাসটি উচ্চ তাপমাত্রা এবং কম চাপের অবস্থায় থাকে।

রেফ্রিজারেটরগুলিতে বাস্তবে ব্যবহৃত গ্যাসগুলির আচরণ আদর্শ গ্যাসের ধারণার থেকে কিছুটা ভিন্ন হতে পারে, কিন্তু মৌলিক থার্মোডাইনামিক্সের সূত্রাবলী সাধারণত গ্যাসের আচরণের বিশ্লেষণে সহায়ক। সুতরাং, আদর্শ গ্যাসের ধারণার মাধ্যমে আমরা একটি তত্ত্বগত ভিত্তি পেতে পারি যা বাস্তব গ্যাসের আচরণ বুঝতে সাহায্য করে।
0 টি ভোট
করেছেন (700 পয়েন্ট)

কার্নো ইঞ্জিন কী?

প্রথমে বুঝে নিই কার্নো ইঞ্জিনটা আসলে কী। কার্নো ইঞ্জিন হলো একটা তাত্ত্বিক (থিওরিটিকাল) তাপ ইঞ্জিন, যেটা ১৮২৪ সালে সাদি কার্নো নামে একজন ফরাসি বিজ্ঞানী প্রস্তাব করেছিলেন। এটা এমন একটা ইঞ্জিন যেটা সর্বোচ্চ দক্ষতায় তাপকে কাজে রূপান্তরিত করতে পারে। এর কাজের ভিত্তি হলো দুটো তাপমাত্রার মধ্যে তাপ স্থানান্তর—একটা গরম উৎস (hot reservoir) থেকে তাপ নিয়ে ঠান্ডা উৎসে (cold reservoir) তাপ ফেলা। এই প্রক্রিয়ায় কিছু তাপ কাজে (work) রূপান্তরিত হয়।

কিন্তু ফ্রিজের ক্ষেত্রে কার্নো ইঞ্জিনকে উল্টো করে চালানো হয়। অর্থাৎ, এটা তাপকে ঠান্ডা জায়গা থেকে তুলে গরম জায়গায় ফেলে। এটাকে আমরা "কার্নো রিফ্রিজারেশন সাইকেল" বলতে পারি। ফ্রিজে যে তাপ বাইরে বের করে দেওয়া হয়, সেটা করতে বাইরে থেকে শক্তি (বিদ্যুৎ) দিতে হয়।

আইডিয়াল গ্যাস কী?

এবার আসি আইডিয়াল গ্যাসের কথায়। আপনি ঠিকই বলেছন, আইডিয়াল গ্যাস আসলে বাস্তবে থাকে না। এটা একটা কাল্পনিক ধারণা, যেটা বিজ্ঞানীরা গণিত আর ফিজিক্সের হিসেব সহজ করতে ব্যবহার করেন। আইডিয়াল গ্যাসের কিছু বৈশিষ্ট্য আছে:

  • এর কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে না।

  • কণাগুলোর আয়তন শূন্য ধরা হয়।

  • এরা একদম পারফেক্টভাবে গ্যাসের সূত্র (PV = nRT) মেনে চলে।

বাস্তবের গ্যাস, যেমন বাতাস (নাইট্রোজেন, অক্সিজেন), হিলিয়াম বা ফ্রিজে ব্যবহৃত রেফ্রিজারেন্ট (যেমন R134a), এগুলো "রিয়েল গ্যাস"। এদের কণার মধ্যে সামান্য আকর্ষণ থাকে, আর কণার নিজস্ব আয়তনও থাকে। তবে নির্দিষ্ট চাপ আর তাপমাত্রায় (বিশেষ করে কম চাপ আর বেশি তাপমাত্রায়) রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে।

ফ্রিজে কার্নো ইঞ্জিন আর আইডিয়াল গ্যাসের ব্যবহার

এখন প্রশ্ন হলো, যদি আইডিয়াল গ্যাস বাস্তবে না থাকে, তাহলে ফ্রিজে কার্নো ইঞ্জিন কীভাবে চলে? আসলে ব্যাপারটা এমন:

১. কার্নো ইঞ্জিন একটা মডেল: বাস্তবের ফ্রিজে কোনো "কার্নো ইঞ্জিন" আলাদাভাবে থাকে না। কার্নো সাইকেল হলো একটা আদর্শ মডেল, যেটা আমরা ব্যবহার করি ফ্রিজের কাজের দক্ষতা বোঝার জন্য। বাস্তবের ফ্রিজে যে প্রক্রিয়া চলে, সেটা "ভ্যাপার কম্প্রেশন সাইকেল" নামে পরিচিত। এটা কার্নো সাইকেলের মতোই কিছু নীতি অনুসরণ করে, কিন্তু অনেকটা পরিবর্তিত।

২. আইডিয়াল গ্যাসের বদলে রিয়েল গ্যাস: ফ্রিজে আইডিয়াল গ্যাস ব্যবহার করা হয় না। এর বদলে রেফ্রিজারেন্ট নামে বিশেষ গ্যাস বা তরল ব্যবহার করা হয়, যেমন ফ্রিয়ন, R134a বা R410a। এগুলো রিয়েল গ্যাস বা তরল, যেগুলো সহজেই বাষ্পে পরিণত হয় (evaporate) আর আবার তরলে ফিরে আসে (condense)। এই পরিবর্তনের সময় এরা তাপ শোষণ করে বা ছাড়ে, যেটা ফ্রিজের ভেতরটা ঠান্ডা করতে সাহায্য করে।

৩. কোথা থেকে আসে এই গ্যাস?: ফ্রিজ তৈরির সময় কারখানায় এই রেফ্রিজারেন্ট গ্যাস বা তরল একটা বন্ধ সিস্টেমে ভরে দেওয়া হয়। এটা ফ্রিজের পাইপ আর কম্প্রেসারের মধ্যে ঘুরতে থাকে। তাই আপনাকে বা আমাকে গ্যাস কিনে ফ্রিজে ভরতে হয় না—এটা ইতিমধ্যেই ফ্রিজের ভেতরে থাকে!

আমার ব্যাখ্যা

আইডিয়াল গ্যাস কেন ব্যবহার করা হয় তাত্ত্বিক হিসেবে? কারণ এটা গণিতকে সহজ করে। আইডিয়াল গ্যাসের সমীকরণ (PV = nRT) দিয়ে আমরা খুব সহজে চাপ (P), আয়তন (V) আর তাপমাত্রা (T) এর সম্পর্ক বুঝতে পারি। বাস্তবের গ্যাসের জন্য হিসেবটা জটিল হয়ে যায়, কারণ তাদের কণার মধ্যে আকর্ষণ আর আয়তনের প্রভাব থাকে। তবে ফ্রিজের রেফ্রিজারেন্টগুলো এমনভাবে বাছা হয়, যাতে তারা আইডিয়াল গ্যাসের কাছাকাছি আচরণ করে নির্দিষ্ট অবস্থায়।

তাহলে উত্তর কী?

আপনার প্রশ্নের সোজা উত্তর হলো: ফ্রিজে কার্নো ইঞ্জিন চালানোর জন্য আদর্শ গ্যাস লাগে না। কার্নো ইঞ্জিন শুধুই একটা তাত্ত্বিক ধারণা, যেটা ফ্রিজের কাজ বোঝাতে সাহায্য করে। আর বাস্তবে ফ্রিজ চালানোর জন্য রিয়েল গ্যাস বা রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়, যেগুলো কারখানায় ফ্রিজের ভেতরে ভরে দেওয়া হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 438 বার দেখা হয়েছে
0 টি ভোট
0 টি উত্তর 13 বার দেখা হয়েছে

10,841 টি প্রশ্ন

18,541 টি উত্তর

4,746 টি মন্তব্য

844,182 জন সদস্য

9 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 9 জন গেস্ট অনলাইনে
  1. M_Hamza

    340 পয়েন্ট

  2. NaeemAdnan

    170 পয়েন্ট

  3. Dibbo_Nath

    140 পয়েন্ট

  4. nohu188club

    100 পয়েন্ট

  5. noexclusionsxocdia

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল কী চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং রাত শক্তি উপকারিতা সাপ লাল আগুন গাছ মনোবিজ্ঞান খাবার সাদা মস্তিষ্ক আবিষ্কার দুধ উপায় হাত শব্দ মাছ মশা ঠাণ্ডা ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য বাচ্চা হলুদ বাংলাদেশ সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি কান্না দাঁত বিড়াল আম
...