নিষ্ক্রয় কারন এরা কারো সাথে সহজে বন্ধনে আবদ্ধ হতে চায় না। এমনকি নিজেদের মধ্যেও নয়। তবে এদের আজ কাল আর নিস্ক্রিয় বলা হয় না। অভিজাত গ্যাস বলা হয়। কারন উচ্চ শক্তি আর উপযুক্ত শর্তে এরাও বন্ধন ঘটন করে।
আর আদর্শ গ্যাস হচ্ছে যারা বয়েল ও চার্লসের সুত্র মেনে চলে । কিন্তু বাস্তবে দেখা যায় উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপে সকল গ্যাসের ক্ষেত্রে এমনটা হয়। এরা তখন আদর্শ ন্যায় আচারন করে।