আদর্শ গ্যাস হল ইতস্তত বিচরণকারী বিন্দুকণা সমষ্টি দ্বারা গঠিত তাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত গ্যাস, যার কণাগুলির মধ্যে কেবল সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। আদর্শ গ্যাস তত্ত্ব অবস্থার সমীকরণ থেকে প্রাপ্ত আদর্শ গ্যাস সূত্র মেনে চলে। এই তত্ত্বটি আবার সংখ্যাতত্ত্বীয় বলবিদ্যার একটি সরল প্রয়োগ। তাই এই তত্ত্বের গুরুত্ব অপরিসীম। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য হলঃ
১. আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রগুলো ও PV = nRT সমীকরণ মেনে চলে।
২. প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই।
৩. আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়।
৪. আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না।
৫. আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক Z এর মান সর্বদা 1 হয়।