রক্তকণিকা সাধারণত তিন ধরনের— লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা।
দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি। এটি অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর গড় আয়ু ১২০ দিন। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় ৫০ লক্ষ লোহিত রক্তকণিকা থাকে।
শ্বেত রক্তকণিকার কোনো নির্দিষ্ট আকার নেই।এর গড় আয়ু ১-১৫ দিন। এরা ফ্যাগাসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। মানবদেহে প্রতি ঘনমিলিমিটারে ৪-১০ হাজার শ্বেত রক্তকণিকা থাকে।
অনুচক্রিকা সবচেয়ে ছোট রক্তকণিকা। এদের নিউক্লিয়াস থাকে না। অনেকের মতে অনুচক্রিকা পূর্ণ কোষ নয়। এর গড় আয়ু ৫-১০ দিন। মানবদেহে প্রতি ঘনমিলিমিটারে প্রায় আড়াই লাখ অনুচক্রিকা থাকে।