আমরা জানি, অক্সিজেনের উপস্থিতিতে সবাত শ্বসন হয় ।আবার সবাত শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ঐ নির্দিষ্ট অঙ্গাণুতে থাকতে হয়। যেহেতু শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকায় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে এবং সবাত শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম সেখানে আছে, তাই শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকায় সবাত শ্বসন হয়।
অপরদিকে লোহিত রক্তকণিকা হলো ঝিল্লি দ্বারা আবদ্ধ হিমোগ্লোবিন। অর্থাৎ ১ টি লোহিত রক্তকণিকায় প্রায় ২৭০ মিলিয়ন হিমোগ্লোবিনের অণু থাকে। যার কারণে এর মাঝে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকতে পারে না। তাই এতে অবাত শ্বসন হয় এবং এর মাধ্যমে লোহিত রক্তকণিকা শক্তি উৎপন্ন করে।