লাফিং গ্যাস বা নাইট্রাস অক্সাইডের সাথে ২০% অক্সিজেন যুক্ত করে একে নেশাদ্রব্য হিসাবেও ব্যবহার করা হয় কেননা বার বার লাফিং গ্যাস গ্রহণ করলে তা আসক্তিতে পরিণত হয়।
দীর্ঘদিন যাবৎ লাফিং গ্যাসকে পার্টির অনুসঙ্গ হিসাবে ব্যবহার করা হয় আসছে। লাফিং গ্যাস বা নাইট্রাস অক্সাইড যে শুধু হাসির বোধ তৈরী করে তাই নয়, এর সীমিত ব্যবহার মামুষের মনে ফুরফুরে চনমনে ভাব এনে দেয়। উত্তেজিত Parasympathetic GABA রিসেপটর মনুষের ব্যাথাবোধ কমিয়ে দেয়। আবার ক্লোরোর্ফম আবিষ্কারের আগে একে মৃদু চেতনানাশক হিসাবে ব্যবহার করা হতো।
নাইট্রাস অক্সাইড গ্যাস গ্রহণে শরীরের পেশি নড়াচড়ায় সমস্যা, হার্ট অ্যাটাক এমনকি মৃত্যু হতে পারে। ইংল্যান্ডে এই মাদক ‘স্ট্রিট ড্রাগ’ হিসেবে পরিচিত।
বেলুনে বা প্লাস্টিক ব্যাগে অ্যালকোহলের সঙ্গে এই গ্যাস নেওয়া হয়। চোখে ভুল দেখা, ঝিমুনি ভাব আসে। বেশি মাত্রায় গ্রহণ করলে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ কমে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।