মানুষের দৃষ্টিকে দ্বীনেত্র দৃষ্টি বলা হয় কারণ মানুষ কোনো দৃশ্যমান বস্তু একই সাথে দুই চোখ দিয়ে এককভাবে দেখতে পারে।কোনো বস্তু থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে রেটিনায় পড়লে যে উদ্দীপনার সৃষ্টি হয় তা আমাদের মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রে একটি মাত্র প্রতিবিম্বে একীভূত হয় তাই আমরা দুই চোখে একটি বস্তুকে এককভাবে দেখতে পারি।তাই আমাদের দৃষ্টিকে দ্বীনেত্র বলে।