Sneha
বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাসের গন্ধ পাওয়া যায় তীব্রভাবে। কিন্তু বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি আসলে কিন্তু গন্ধহীন। কিন্তু গ্যাস সিলিন্ডারে এলপিজি গ্যাস ভরার সময় ইচ্ছাকৃতভাবে ইথিল মারক্যাপ্টন নামে একটি গন্ধক মেশানো হয়, যাতে কোনভাবে ওই গ্যাস লিক হলে গন্ধের দ্বারা তা বোঝা যায়। এতে বিপদ এড়ানো যায়।