বায়ুমণ্ডলে অবস্থানের জন্য যৌগ গঠন করা বাধ্যতামূলক নয়। সবক্ষেত্রেই যে যৌগ গঠন করে না কথাটা ভুল। কারণ জেনন যৌগ গঠন করে। জেননের আকার অনেক বড় হবার কারণে জেনন ডাই ফ্লোরাইড, জেনন টেট্রা ফ্লোরাইড, জেনন হেক্সা ফ্লোরাইড গঠন করে। এছাড়া ক্ল্যাথরেট যৌগও গঠন করে।