মহা বিশ্বের যেকোনো দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বল কে মহাকর্ষ বল বলে।এই মহাকর্ষ বল বস্তুকণাদ্বয়ের মধ্যে গ্রাভিটন নামক এক প্রকার কর্নার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে কার্যকর হয়। পৃথিবী এবং অপর কোন বস্তুর মধ্যকার এই আকর্ষণ বল কে অভিকর্ষ বল বলে। অভিকর্ষ বলের জন্য যে ত্বরণ ক্রিয়া করে তাকে অভিকর্ষজ ত্বরণ বলে ।অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের উপর এবং নিচে গেলে কমতে থাকে তাই অভিকর্ষ বলের মান কমতে থাকে ।আশা করি এটাই আপনার উত্তর।