মেহেদী হাসান তালহা (Mehedee Hasan Talha)
CFC গ্যাসের অন্যতম মূল উপাদান ক্লোরিন(Cl)।
ক্লোরিন ওজোনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড(ClO) এবং অক্সিজেন(O2) উৎপন্ন করে।
Cl + O3= ClO + O2
আবার,
যখন ক্লোরিন মনোক্সাইড অক্সিজেন পরমানুর সাথে বিক্রিয়া করে ক্লোরিন পরমাণু এবং অক্সিজেন উৎপন্ন হয়।
ClO + O = Cl + O2
এভাবে ক্লোরিন মুক্ত হয়ে নতুন করে নতুন করে আরেকটা ওজোনকে আক্রমণ করে ভেঙে ফেলে।
ধারণা করা হয়, প্রতিটি ক্লোরিন পরমাণু অসক্রিয় হওয়ার আগে প্রায় ১ লাখ ওজোন অনুকে ধ্বংস করে।