সহজ কথায়,
কার্বন ডাই অক্সাইড এমন একটি পদার্থ যার তাপ ধারণ ক্ষমতা অত্যধিক বেশী। তা এটমোস্ফিয়ারে জমা থাকে। এখন সূর্য থেকে আসা আলোক শক্তি পৃথিবী কতৃক শোষিত হয় এবং অনেকখানি আইআর রশ্মি হিসেবে বিমুক্ত হয়। এরশ্শ্মি আগের আসা আলোক শক্তি অপেক্ষা দুর্বল কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য বেশী। ফলে এই আলো আর বের হয়ে যেতে পারে না।
আর ঐ শক্তি ই কার্বন ডাই অক্সাইড শোষণ করে রাখে।
এভাবেই কার্বন ডাই অক্সাইড তাপমাত্রা বৃদ্ধি তে ভূমিকা রাখে।
ধন্যবাদ।