Samsun Nahar Priya-
কুইচ্চা/কুইচা দেখতে সাপের মত হলেও মূলত একটি মাছ। এই মাছের রক্তে থাকে ওমেগা-৩ ফ্যাটি এসিড (Omega-3 fatty acid) যা চুলের জন্য অনেক কার্যকর। সাধারনত বিভিন্ন দেশে চুলের বৃদ্ধির জন্য ফিশ ওয়েল ব্যবহার করা হয় (ফিশ ওয়েল কেউ সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করে আবার কেউ ভোজ্য তেল হিসেবে গ্রহণ করে) কারন ফিশ ওয়েলে ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে৷ তেমনি কুইচা মাছের রক্তে ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে যা চুল বর্ধিতকরণে সহায়তা করে ও নতুন চুল গজাতেও সাহায্য করে৷ তবে এভাবে মাছের রক্ত সরাসরি চুলে না লাগিয়ে ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ হেয়ার ওয়েল ব্যবহার তথা গ্রহণ করাই শ্রেয়।